উত্তর- জ্বী , অবশ্যই হালাল আমরা এই বিষয়ে সিলেটের দরগাহ মাদ্রাসার ঈমাম এবং মুফতির সাথে সরাসরি কথা বলেছি এবং ফতোয়া জেনেই তারপর শরিকে কোরবানির ব্যবস্থা করছি তাই ইনশা আল্লাহ হালাল হারাম নিয়ে কোনো প্রশ্ন আশাকরি আর আপনার মনে জাগ্রত হবে না ।অনেকে এইটা বলতে পারেন যারা ব্যাংক এ চাকরী করে তার টাকা হারাম তাহলে তার সাথে কোরবানী দিলে এটা হারাম হবে এইটা সঠিক নয় প্রথম কথা হল ব্যাঙ্ক এ চাকরী যেমন হারাম বা সুদের টাকা হারাম ঠিক সেই সেই রকম , ঘুষ, সুদ, সকল প্রকার অবৈধ আয় ই আল্লাহর কাছে হারাম তাই কার টাকা হারাম আর কার টাকা হালাল সেটা আপনার আমার বিচার করার যোগ্যতা বা সুযোগ নাই এমন অনেক মানুষ আছে যারা ব্যংক এ চাকরী করেন কিন্তু তার অন্য আয়ের উৎস আছে সেটা কাউকে প্রশ্ন করার সুযোগ নাই আবার অনেকে মানুষ কে আমরা আপাত দৃষ্টিতে ভালো মনে করি কিন্তু তারা অবৈধ আয় করেন যা আমরা জানি না তাই আমরা সকল কে একটা কথাই বলে তার পর অর্ডার রাখি আপনার হালাল আয়ের অংশ থেকে আমাদের কোরবানী তে অংশ করুন এর পরেও কেউ যদি না করে তাহলে শুধু তার কোরবানী আল্লাহ তায়ালা কবুল করবেন কিনা তিনিই ভালো জানেন কিন্তু বাকিদের কোরবানীর কোনো সমস্যা হবে না । আমরা দরগাহ মাদ্রাসার ফতোয়া বোর্ড থেকে ফতোয়া জেনে তারপর কাজ করছি তাই এই বিষয় নিইয়ে আর কোনো সমস্যা থাকবে না আশা করছি ।
উত্তর- হ্যা, আমরা আপনার বাসায় কোরবানির মাংস হোম ডেলিভারি করে সঠিক সময়ে পৌঁছে দিবো
উত্তরঃ- দেখুন আমরা কোরবানী দেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এছাড়া অন্য কোনো উদ্দ্যেশ্য থাকে না। প্রথমেই একটা কথা স্পষ্ট করে বলে রাখা ভালো আপনার যদি এমন নিয়ত থাকে যে কোরবানী দিয়ে মাংস খাবেন তাহলে আপনার কোরবানী কবুল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, এবং আমরা আপনার অর্ডার নিতে পারব না কারন তাহলে বাকিদের ও কোরবানী কবুল হওয়ার সম্বাবনা কমে যাবে। এমন টা হলে আমাদের কাছে কোরবানীর অর্ডার দেয়ার দরকার নাই । আগে নিয়ত পরিবর্তন করুন তারপর কোরবানী দিন আল্লাহ তায়ালা খুশি হবেন এবং আশাকরি আমার আপনার কোরবানী কবুল করবেন। আর যদি শুধু জানার উদ্দ্যেশ্য হয় ,তাহলে বলি গরু আমরা বানাই না বা তৈরি করি না গরু ওজন করেও কিনা সম্ভব নয় আর ঈদের সময় গরু দাম নির্ভর করে গরুর সৌন্দোর্যের উপরে দেখা সুন্দর গরু দাম বেশি থাকে আবার অস্ট্রেলিয়ান গরুর দাম সাইজের তুলনায় কম থাকে কিন্তু মাংস বেশি থাকে কিন্তু সেই মাংসের স্বাদ কম থাকে এবং চর্বির পরিমান অনেক বেশি থাকে তাই আমরা দেশি গরু কোরবানী দেই আবার ইন্ডিয়ান গরুতে অনেক বেশি পরিমানে চর্বি থাকে তাই যেহেতু আমরা খাটি দেশি গরু কোরবানী দিব ইনশাআল্লাহ তাই মাংস কত কেজি থাকবে তা আমরা সঠিক জানিনা বা সঠিক ওজন বলতে পারব না । একটা গরু জবাই করার পর ৭ ভাগ করে ১ ভাগে যা আসেই তাই আপনার ভাগ্য থাকবে আমরা এখান থেকে ১ টুকরা মাংস ও নিজেদের জন্য রাখব না আর সকল কাজের আপডেট আপনারা আমাদের ফেসবুক পেইজ এবং ইউটিউবএ পাবেন ।
উত্তরঃ- সিলেট – ঈদের দিন দুপুর ৩ টার মধ্যে
ঢাকা – ঈদের পর দিন দুপুর ১ টার মধ্যে
আমরা ডেলিভারি কার্যক্রম শুরু করব সিরিয়াল অনুযায়ী দুপুর ১ টা থেকে ডেলিভারি শুরু সিরিয়াল অনুযায়ী সকলের বাসায় মাংস পৌছে যাবে ইনশাআল্লাহ । কিন্তু সকাল ৯ টা কেউ কল দিয়ে যদি বলেন মাংস কোথায় এখনো মাংস পাই না কেন তাহলে আমারা আমাদের কাজের ফোকাস নষ্ট হয় এবং আমাদের কাজের ব্যাঘাত সৃষ্টি হয় তাই আমরা ১ টার আগে কোনো ডেলিভারি দেয়া আমাদের জন্য কষ্টসাধ্য তার পরেও আমরা যথা সাধ্য চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনার বাসায় কোরবানীর মাংস পৌঁছে দিতে যদি আগে পান তাহলে আমাদের নিজেদের ও ভালো লাগবে।
উত্তরঃ-কোরবানী আমাদের নির্ধারিত স্থান আছে সেখানেই কোরবানী দেয়া হবে বাগবাড়ি এতিম স্কুল সিটি আবাসিক এলাকার কসাই খানাতে আমাদের কোরবানী দেয়া হবে ।
উত্তরঃ- হ্যা আপনি অবশ্যই উপস্থিত থাকতে পারবেন
উত্তরঃ-অবশ্যই দেখতে পারবেন আমরা গরু ঈদের ২/৩ দিন আগে ক্রয় করা হবে জবাই করার স্থানের পাশেই আমাদের নির্ধারিত জায়গা আছে সেখানে এসে আপনি গরু দেখতে পারবেন।
উত্তরঃ- আমরা যেখান থেকেই গরু কিনি না কেন আমাদের গরুর সকল প্রকার মানি রিসিট এবং ডকুমেন্ট থাকবে চাইলে আপনি আমাদের সকল ডকুমেন্টস চেক করতে পারেন কোনো সমস্যা নাই আমরা শতভাগ সচ্ছতার সাথে কাজ করি ইনশা আল্লাহ এই বিষয়ে আমাদের কোনো আপোষ নাই ।
উত্তরঃ- আমাদের ঈদের দিনের কার্যক্রম সকল কিছু ভিডিও দেখানো হবে হোয়াটস এপ অথবা ইউটিউবের মাধ্যমে
উত্তরঃ-গত বছর আমরা এই প্রশ্নের অনেক বেশি সম্মুখীন হয়েছিলাম । আমাদের গরু কেনার বাজেট হলো ১,১০,০০০ টাকা সব গরু সমান সাইজের হবে না , আবার সব গরু সমান ওজনের ও হবে না দাম ও সেইম হবে না তাই আমরা মোটামুটি সমান সাইজের গরু কিনব এবং যেহেতু আমরা একসাথে সকল গরু ক্রয় করব সেহেতু একসাথে সকল গরুর দামাদামি করে কিনব উদাহারন স্বরুপ আমরা একসাথে ১০ টা গরু কিনলে ১১ লক্ষ টাকা আসবে কিছু কম বেশি হতে পারে গড় হিসেবে সকল গরুর দাম একই হবে কিন্তু সব গরু আবার একই সাইজ বা ওজনের হবে না কিন্তু মোটামুটি সকল গরু একই সাইজের থাকবে ১৯/২০ হতে পারে কিন্তু ১৫/২০ হবে না তাই গড় হিসাবে সকল গরুর দাম সমান ই হবে এতে করে কিছু মানুষ মাংস একটু কম বেশি পেতে পারেন সেটা আল্লাহর ওয়াস্তে সয়াবের নিয়তে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ
© 2025 Sylhet Fresh Mart | Developed By Service Key